সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির সেপ্টেম্বর মাসের পারফম্যান্সের ওপর ভিত্তি করে মাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন সম্মেলনে সভাপতিত্ব করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ, শাখা প্রধানগণ, ম্যানেজার অপারেশনগন, উপশাখার ইনচার্জবৃন্দ এবং অফশোর ব্যাংকিং ইউনিট প্রধানগণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহন করেন।
কোম্পানি সুশাসন, মুনাফা লভ্যতা এবং নিয়মতান্ত্রিক ঝুঁকি ব্যবস্থাপনায় শীর্ষে থাকা সাউথইস্ট ব্যাংক প্রভিশন ঘাটতিবিহীন ও পর্যাপ্ত মূলধন সংরক্ষণকারী স্থিতিশীল একটি ব্যাংক। গ্রাহকের গভীর আস্থা এবং বিশ্বাসের কারণে সাউথইস্ট ব্যাংকের আমানত এবং বৈদেশিক বাণিজ্যের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা সাউথইস্ট ব্যাংকের সাফল্যের মাইলফলক। তা ছাড়া প্রধান আর্থিক সূচকগুলোতে ডিপোজিট সংগ্রহ, নন-ইন্টারেস্ট ও কমিশন ইনকাম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে সাউথইস্ট ব্যাংক দেশের শীর্ষ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।