মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় কক্সবাজারে গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু

0
28

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের (এফআইসিএসডি) উদ্যোগে এবং মার্কেন্টাইল ব্যাংকের সহযোগিতায় কক্সবাজারে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী গ্রাহক সচেতনতা সপ্তাহ। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নূরুল আমীন। বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের এমডি মো. কামরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসের পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান ও প্রধান কার্যালয়ের পরিচালক (এফআইসিএসডি) মোহাম্মদ মহসিন হোছাইনী এবং মার্কেন্টাইল ব্যাংকের এএমডি মতিউল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইসিএসডি) আবু হেনা হুমায়ূন কবীর। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এফআইসিএসডির কমিউনিকেশন টিমের প্রধান মোহাম্মদ মাহেনুর আলম।