ইসলামী ব্যাংকের সঙ্গে ফরেন রেমিট্যান্স হাউসগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
50

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ফরেন রেমিট্যান্স হাউসগুলোর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। ব্যাংকের ইন্টারন্যাশনাল ট্রেড উইংপ্রধান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিল ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সার্ভিসেস উইংপ্রধান মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে ইসলামী ব্যাংক এবং ফরেন রেমিট্যান্স হাউসগুলোর বাংলাদেশ লিয়াজোঁ অফিসের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অংশ নেন।