সিটিজেনস ব্যাংক পিএলসির নতুন চেয়ারম্যন নির্বাচিত হয়েছেন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব। সম্প্রতি ব্যাংকের তৃতীয় বার্ষিক সাধারণ সভায় অধিকাংশ শেয়ারহোল্ডার ও পরিচালকদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
দেশের টেক্সটাইল খাতে দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন চৌধুরী মোহাম্মদ হানিফ শোয়েব একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি সালমা গ্রুপের মালিকানাধীন বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সিটিজেনস ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।