এডিবির লিডিং পার্টনার ব্যাংকের স্বীকৃতি পেয়েছে ঢাকা ব্যাংক

0
28

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) আয়োজিত ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম (টিএসসিএফপি) অ্যাওয়ার্ড ২০২৪-এ ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশে লিডিং পার্টনার ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে। সম্প্রতি সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে এডিবির দক্ষিণ এশিয়ার টিএসসিএফপি প্রধান স্টিভেন বেক ও ইউনিট প্রধান নেহা নরোনহার কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আখলাকুর রহমান ও সিএফও সাহাবুব আলম খান।