মধুমতি ব্যাংকের নির্বাহী পরিষদের চেয়ারম্যান হলেন সালাউদ্দিন আলমগীর

0
38

মধুমতি ব্যাংক পিএলসির নির্বাহী পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লাবিব গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আলমগীর। সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের পরিচালকদের ৭৯তম সভায় তিনি নির্বাচিত হন। সালাউদ্দিন আলমগীর একজন উদ্যোক্তা ও ব্যবসায়িক ব্যক্তিত্ব।পাশাপাশি সোয়েটার, ডায়িং, টেক্সটাইল, ব্যাংকিং, লিজিং, ইলেকট্রনিকস, আইটি ও এগ্রোর মতো বিভিন্ন ব্যবসা ক্ষেত্রে তার ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। এছাড়া তিনি দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টস পিএলসির (কিউ-ক্যাশ) ভাইস চেয়ারম্যান।
গত ২০০৯ সাল থেকে তিনি বাংলাদেশ সরকারের মাধ্যমে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত। এছাড়া তিনি ব্যবসায়িক সম্পর্ক, উল্লেখযোগ্য অবদান ও অভাবনীয় কৃতিত্বের ভিত্তিতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিতে ভূষিত হয়েছেন।
সালাউদ্দিন আলমগীর বর্তমানে বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। তিনি বাংলাদেশ ডাইড ইয়ার্ন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিডিওয়াইইএ) সভাপতি, গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জিএমসিসিআই) ভারপ্রাপ্ত সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি।