ইসলামী ব্যাংকে লুণ্ঠনের সহায়তাকারী মাহবুব-উল-আলমকে দেশে এনে বিচার করতে হবে

0
63

২০১৭ সালে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালককে হাইজ্যাক করার পর এস আলম গ্রুপ নতুন পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেন। তখন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন প্রবাসীদের কাছের মানুষ ও বন্ধু হিসেবে পরিচিত জনাব মোহাম্মদ আবদুল মান্নান। যার নেতৃত্বে ব্যাংকটি রেমিট্যান্স আহরণে প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো মধ্যে প্রথম অবস্থানে ছিল। তিনি ইসলামী ব্যাংকে শিল্প, ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানিতে দেশের প্রাইভেট সেক্টরের সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করেন। এস আলম গ্রুপ যথন ব্যাংকটি হাইজ্যাক করে তখন মেধাবী এই ব্যাংকারকে সরিয়ে ম্যনেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় মো. মাহবুবুল আলমকে। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই দুটি ব্যাংকে এস আলম গ্রুপের জন্য অবাধ লুণ্ঠনের সুযোগ করে দেন। তিনি এখন পলাতক রয়েছেন। তাকে এখন দেশে এনে বিচারে ব্যবস্থা করতে হবে।