বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের এলটিএফএফ শীর্ষক চুক্তি স্বাক্ষর

0
53

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি (এলটিএফএফ) শীর্ষক অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে এনআরবি ব্যাংক লিমিটেড। এ উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত সহায়তা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক লিজা ফাহমিদা এবং এনআরবি ব্যাংকের এমডি ও সিইও (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দেবদুলাল রায় ও হুসনে আরা শিখা, এফএসএসএসপিডির অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম ও এনআরবি ব্যাংকের ডিএমডি মো. শাকির আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।