এনসিসি ব্যাংকের দশম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

0
84

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির দশম বিশেষ সাধারণ সভা গত মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের আর্টিক্যালস অব অ্যাসোসিয়েশনের কিছু সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এসএম আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ভার্চুয়ালি সংযুক্ত হন। এ সময় ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন এবং এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম ছাড়াও ব্যাংকের বিপুলসংখ্যক শেয়ারহোল্ডাররা অনলাইনে উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার সভাপতির ভাষণে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা দিয়ে বলেন, বর্তমানে ব্যাংকের শেয়ারহোল্ডারস ইক্যুইটি, মোট সম্পদ, ইপিএস ইত্যাদি পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে কস্ট অব ফান্ড ও মোট বিরূপ শ্রেণিকৃত ঋণের পরিমাণ কমে আসছে। যার ফলে ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিংয়ে আমাদের উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।