ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ আকতার উদ্দিন আহমেদ। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ বিভাগ প্রধানের দায়িত্বে ছিলেন। সম্প্রতি ব্যাংকটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। গত ২৭ ডিসেম্বর তাকে পদোন্নতি দেওয়া হয়।
শেখ আকতার উদ্দিন আহমেদ ১৯৯৮ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২৫ বছরের দীর্ঘ ব্যাংকিং কর্মজীবনে তিনি ফরেন এক্সচেঞ্জ অপারেশনস, ক্রেডিট অপারেশনস, ফরেন রেমিট্যান্স, জেনারেল ব্যাংকিংসহ ওভারসিজ অপারেশনসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।