সিটি ব্যাংক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি

0
152

ব্যাংকাস্যুরেন্স ব্যবসা শুরু করার লক্ষ্যে সিটি ব্যাংক এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার শেখ রকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, চিফ রিস্ক অফিসার মেসবাউল আসিফ সিদ্দিকি, চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান, হেড অব ট্রেড সার্ভিস ডিভিশন ফারুক আহমেদ, চিফ ইকোনমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মাহমুদুর রহমান খান, হেড অব রিটেল বিজনেস, আহমেদ ইসতিয়াক মাহমুদ, হেড অব ব্যাংকাস্যুরেন্স মো. সাউদ ইমরান, চিফ অপারেটিং অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।