জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

0
115

জনতা ব্যাংক পিএলসির ঢাকা উত্তর ও দক্ষিণ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আবদুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম মরতুজা ও মো. নূরুল আলম এফসিএমএ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. একরামুল হক আকন ও ক্রেডিট ডিভিশনের জিএম মো. আবদুল মতিনের (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক সময়ে অনুষ্ঠিত এ সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।