কুমিল্লা-৩ মুরাদনগর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন

0
139

কুমিল্লা-৩ মুরাদনগর আসন থেকে বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনকেই নৌকার মাঝি হিসেবে বেছে নিয়েছে আওয়ামী লীগ। তিনি আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। ব্যবসায়ী হিসেবে খ্যাতি থাকা ইউসুফ আবদুল্লাহ হারুন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান তিনি। কিন্তু মনোনয়ন না পেয়ে মুরাদনগর থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন। তাতে জয়লাভও করেন ইউসুফ আবদুল্লাহ হারুন। পরে আবার তাকে দলে টেনে নেওয়া হয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি জয়লাভ করেন।