বেগমগঞ্জে কৃষকদের জন্য পাওয়ার টিলার দিল মার্কেন্টাইল ব্যাংক

0
88

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের জন্য পাওয়ার টিলার অনুদান দিয়েছে। ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল প্রধান অতিথি হিসেবে বেগমগঞ্জের ১১টি ইউনিয়নের কৃষকদের জন্য ১১টি পাওয়ার টিলার বিতরণ করেন। কৃষকদের পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা পাওয়ার টিলার গ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী।