ট্রাস্ট ব্যাংক ও এডিসন রিয়েল এস্টেটের মধ্যে চুক্তি

0
65

গ্রাহকদের গৃহঋণ দেওয়ার লক্ষ্যে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও আহসান জামান চৌধুরী এবং এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ চুক্তিতে স্বাক্ষর করেন। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হুমায়রা আজম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও হাসনা হেনা চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিআরও আখলাছুর রহমান ভূঁইয়া, এডিসন রিয়েল এস্টেট লিমিটেডের অতিরিক্ত পরিচালক (বাণিজ্যিক) মাসুদ আলম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।