বর্ষসেরা এমডি ও সিইওর স্বীকৃতি পেলেন সৈয়দ মাহবুবুর রহমান

0
131

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান এমডি ও সিইও অব দ্য ইয়ার ২০২৩-এ ভূষিত হয়েছেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে এ সম্মাননা দিয়েছে। দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত দক্ষতা এবং ব্যাংক খাতে দীর্ঘদিনের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা এমডির স্বীকৃতি পান তিনি। প্রতিক্রিয়ায় এমটিবি বোর্ডকে তার প্রতি অটুট আস্থা এবং সুচিন্তিত দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মাহবুবুর রহমান বলেন, এ পুরস্কারটি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি। সব এমটিবিয়ানের দলগত প্রচেষ্টার ফলস্বরূপ এ স্বীকৃতি অর্জন।
এমটিবির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও মো. খালিদ মাহমুদ খান রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে মাহবুবুর রহমানের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।