চট্টগ্রামের মিরসরাইয়ে এক্সিম ব্যাংকের শাখা উদ্বোধন

0
91

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব মধ্যবাজারে সম্প্রতি এক্সিম ব্যাংকের ১৫০তম শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। সভাপতিত্ব করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহা. জসিম উদ্দিন ভূঞা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ড. এসএম আবু জাকের, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান আনিসুর রহমান চৌধুরী, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি এবং মিরসরাই উপজেলার ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন প্রমুখ।