বাংলাদেশকে টেকসই অর্থনীতির দিকে এগিয়ে নিতে যাত্রা শুরু করল বাংলাদেশ ফাইন্যান্সের নতুন প্রডাক্ট ‘গ্রিন ডিপোজিট’। সম্প্রতি রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বাংলাদেশ ফাইন্যান্স আয়োজিত টাউন হলে ‘গ্রিন ডিপোজিট’ প্রডাক্টটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মানোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ।
এ সময় বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান বলেন, ‘এটি শুধু আর্থিক স্বনির্ভরতা বা উন্নয়নই নয়, একটি বাসযোগ্য শহর এবং পরিবেশবান্ধব পৃথিবী তৈরি করারও একটা অনন্য প্রয়াস।’
প্রডাক্টটির গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কায়সার হামিদ বলেন, ‘আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যেতে চাই বাসযোগ্য পৃথিবী। প্রাকৃতিক দুর্যোগের বিভিন্ন প্রভাবকে প্রতিরোধ করা গেলে গ্রিন হাউজের মতো প্রভাব থেকে পরিবেশকে অনেকাংশে রক্ষা করা সম্ভব। কার্বন নির্গমন নেট শূন্যে নামিয়ে আনতে সরকার এবং বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে বেশকিছু উদ্যোগ নিয়েছে। কার্বন নিরপেক্ষতার এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ ফাইন্যান্সও নিয়ে এসেছে শতভাগ পরিবেশবান্ধব আর্থিক সেবা ‘বাংলাদেশ ফাইন্যান্স গ্রিন ডিপোজিট।’ অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।