যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

0
78

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে ২০২৩ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মেধাবী ছাত্রছাত্রী এবং যমুনা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির সম্মানিত চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালকরা। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। এ সময় ব্যাংকের সব কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।