গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি

0
98

আইটিইএস কোম্পানি গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্র্যাক ব্যাংকের করপোরেট হেড অফিসে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ূল ইসলাম, গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের ম্যানেজিং ডিরেক্টর ইমতিয়াজ ইলাহী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড একেএম তারেক, রিজিওনাল হেড ফয়সাল হায়দার প্রমুখ।