বাংলাদেশ কৃষি ব্যাংক ও নগদের মধ্যে সমঝোতা স্মারক সই

0
74

বৈদেশিক রেমিট্যান্স আহরণে কাঙ্ক্ষিত গ্রাহকসেবা নিশ্চিত করে প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ও নগদ লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল ব্যাংকের বোর্ড রুমে কৃষি ব্যাংকের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান ও নগদ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান, ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান, উপব্যবস্থাপনা পরিচালক চানু গোপাল ঘোষ, খান ইকবাল হোসেন, সালমা বানু প্রমুখ উপস্থিত ছিলেন।