লংকাবাংলা সিকিউরিটিজ ও সিআইইউয়ের মধ্যে এমওইউ স্বাক্ষর

0
96

চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রেডিং ল্যাব প্রতিষ্ঠার লক্ষ্যে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অডিটরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চ্যান্সেলর, সিআইইউ বিজনেস স্কুলের ডিন, লংকাবাংলা সিকিউরিটিজের চিফ এক্সিকিউটিভ অফিসার, চট্টগ্রাম রিজিয়নের প্রধান এবং চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সব শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে লংকাবাংলা সিকিউরিটিজের চিফ এক্সিকিউটিভ অফিসার খন্দকার সাফ্ফাত রেজা বলেন, ‘‌সিআইইউয়ের সঙ্গে এ অংশীদারত্ব আমাদের নতুন প্রজন্মের নলেজ বেসড ইনভেস্টর গড়ে তোলার লক্ষ্যের গতিকে আরো ত্বরান্বিত করবে।’ এতে আরো বক্তব্য দেন লংকাবাংলা সিকিউরিটিজের চট্টগ্রাম রিজিয়নের প্রধান মো. আমির হোসেন।