মার্কেন্টাইল ব্যাংকের চারটি উপশাখা উদ্বোধন

0
109

মার্কেন্টাইল ব্যাংক দেশের বিভিন্ন স্থানে চারটি উপশাখা ভার্চুয়ালি উদ্বোধন করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম। উপশাখাগুলো হলো ঢাকায় মিরপুর সেকশন-৬ উপশাখা ও মণিপুরী পাড়া উপশাখা, চট্টগ্রামে স্টিল মিল উপশাখা এবং নরসিংদীতে রায়পুরা উপশাখা। সম্প্রতি প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে চারটি উপশাখার কার্যক্রম শুরু করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এমএ খান বেলাল। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মতিউল হাসান।