ব্র্যাক ব্যাংকে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের নারী কর্মকর্তাদের সাফল্য উদযাপন

0
98

ব্র্যাক ব্যাংক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সেরা পারফর্ম করা নারী কর্মকর্তাদের স্বীকৃতি দিয়েছে। সম্প্রতি ‘উইমেন ওয়ারিয়র্স– কংকারিং ফাইন্যান্সিয়াল ফ্রন্টিয়ার’ শিরোনামে একটি উদযাপন অনুষ্ঠানে, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ব্যবসায?িক প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখা নারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, সিনিয়র জোনাল হেড তাহের হাসান আল মামুন, সিনিয়র জোনাল হেড একেএম তারেকসহ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।