যশোরে ইউসিবির কৃষি উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

0
40

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ভরসার নতুন জানালা প্রকল্পের উদ্যোগে সম্প্রতি যশোরে কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলএসসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। কৃষি তথ্য বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মঞ্জুরুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হক, ইউসিবির ব্র্যান্ড মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স ডিভিশনের প্রধান আবুল কালাম আজাদ, এসএমই ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মোহসিনুর রহমান, জেলা শাখার ব্যবস্থাপক মো. আদুল কাদের।