পটুয়াখালীর বাউফলে কৃষকদের মধ্যে মার্কেন্টাইল ব্যাংকের কৃষিযন্ত্র বিতরণ

0
25

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি পটুয়াখালীর বাউফলে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষিযন্ত্র বিতরণ করেছে। সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম প্রধান অতিথি থেকে উপজেলার কৃষকদের মধ্যে ১০টি পাওয়ার টিলার হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. কামরুল ইসলাম চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের অ্যাগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান, মার্কেন্টাইল ব্যাংক বরিশাল শাখার প্রধান গোলাম মাওলা, ভোলা শাখার প্রধান মওদুদ আহমেদ, পটুয়াখালী শাখার প্রধান মো. মোসলেহ উদ্দীন, কালাইয়া শাখার প্রধান মো. আল মামুন, কালিশুরী বাজার উপশাখা প্রধান মো. আলমগীর হোসেন ও কৃষকরা উপস্থিত ছিলেন।