মেঘনা ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ের কৌশলগত কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

0
74

মেঘনা ব্যাংক ইসলামী ব্যাংকিং উইংয়ের উদ্যোগে সম্প্রতি ইসলামী ব্যাংকিং সেবার বিভিন্ন কৌশলগত কর্মপরিকল্পনা বিষয়ক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিমিয়া সাদাত। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ছাদেকুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট কাজী ফারহানা জাবীন এবং অন্যান্য বিভাগীয় প্রধানরা। এ সময় ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান সজীব কুমার সাহা, ইসলামী ব্যাংকিং উইংয়ের শুরু থেকে এ পর্যন্ত পারফরম্যান্স তুলে ধরেন।