তৌফিকা আফতাব সিটিজেনস ব্যাংকের চেয়ারপারসন পুনর্নির্বাচিত

0
90

সম্প্রতি সিটিজেনস ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন তৌফিকা আফতাব। তিনি ২৬ বছরের বেশি সময় ধরে আইন পেশায় নিযুক্ত। পেশাদার দক্ষতা ও সততার জন্য সুনাম অর্জন করেছেন। মানবাধিকার আইন প্রসারে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৯ সালে জাতীয় মানবাধিকার কমিশনের সম্মানিত সদস্য হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা হত্যা মামলায় সরকার পক্ষের প্রসিকিউটর হিসেবে নিযুক্ত ছিলেন। অসহায় বন্দিদের আইনি সহায়তা দেয়ার জন্য তিনি তার লিগ্যাল অ্যাসিস্ট্যান্স টু হেল্পলেস প্রিজনারস অ্যান্ড পারসনস নামে একটি দাতব্য ও অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন।