দুই জেলায় ইউসিবির কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ

0
43

মাদারীপুরে ইউসিবির কৃষি উদ্যোক্তাদের নিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা তপন মজুমদার, কৃষি কর্মকর্তা দীপ্তি রানি সরকার, বাগচী ইউসিবির আঞ্চলিক প্রধান মিজানুর রহমান প্রমুখ। একই দিন শরীয়তপুরে পৃথক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. রিয়াজুর রহমান।