এমটিবি ফাউন্ডেশন ও ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
65

এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি কমিউনিটি হেলথ পার্টনারশিপ, মূলত চোখের স্বাস্থ্য শীর্ষক প্রকল্পের জন্য ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম আখতারুজ্জামান ও এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এমটিবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ বিজনেস অফিসার মো. খালিদ মাহমুদ খান, ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের পরিচালক, কমিউনিটি সার্ভিসেস গাজী নজরুল ইসলাম ফয়সল প্রমুখ।