এক্সিম ব্যাংকের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

0
91

এক্সিম ব্যাংকের ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক, সেকেন্ড অফিসার, ইনভেস্টমেন্ট ইনচার্জ, ফরেন ট্রেড ইনচার্জ এবং সাব ব্রাঞ্চ ইনচার্জদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ ফিরোজ হোসেন। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. হুমায়ূন কবির ও শাহ্ মো. আবদুল বারী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম এবং ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. মইদুল ইসলাম প্রমুখ।