মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল ইডকল

0
24

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় এনইসি অডিটরিয়ামে ১১ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইআরডির সচিব ও ইডকলের চেয়ারম্যান মিস শরীফা খান। এ ছাড়া ইআরডির অতিরিক্ত সচিব (বিশ্বব্যাংক উইং) ও ইডকলের পরিচালক মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইডকলের ডেপুটি সিইও ও সিএফও এসএম মনিরুল ইসলাম এবং ইআরডি ও ইডকলের অন্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।