সোনালী ব্যাংক ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের চুক্তি সই

0
111

সব ধরনের ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক ও ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সভাকক্ষে সম্প্রতি চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক শামীম আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। পরে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. নুরূন নবী এবং ঢাকা ক্যান্টনমেন্টের সাবেক ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার (সিইও) কাজী মোহাম্মদ হাসান