সিলেটে ইস্টার্ন ব্যাংকের এএমএল ও সিএফটি বিষয়ক সেমিনার

0
64


ইস্টার্ন ব্যাংক লিমিটেড গতকাল সিলেট অঞ্চলের সব শাখা ব্যবস্থাপক ও বামএলকোদের জন্য একটি সেমিনারের আয়োজন করে। মানি লন্ডারিং (এএমএল) মোকাবেলা এবং সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) বিষয়ে এ সেমিনার মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মো. মাসুদ রানা ও যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান আর্থিক খাতের দ্রুত ডিজিটাল রূপান্তর এবং ব্যাংকগুলোর সামনে চ্যালেঞ্জগুলো, ক্রেডিটভিত্তিক মানি লন্ডারিংয়ের বিভিন্ন পন্থা এবং এর লাঘবের উপায় সম্পর্কে বিশদ বক্তব্য দেন। বিএফআইইউ প্রধান মো. মাসুদ বিশ্বাস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামএলকো এমএম হাইকাল হাশমি, ইভিপি মো. আবদুল আউয়াল প্রমুখ।