প্রিমিয়ার ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

0
171

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে ছিল এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. এইচবিএম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নুরুল আমিন। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের অব-সাইট সুপারভিশন বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম। এছাড়া ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য এবং চেয়ারম্যান রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এম ইমরান ইকবাল, ব্যাংকের কনসালট্যান্ট এম শহীদুল ইসলাম; ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম।