স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি

0
106

কভিড-১৯ ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস রেসপন্স ফ্যাসিলিটি প্রজেক্টের (সিইসিআরএফপি) আওতায় গঠিত পুনঃঅর্থায়ন তহবিলের ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ বিতরণে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের সিইসিআরএফপির পরিচালক ও এসএমই এসপিডির প্রকল্প পরিচালক মো. আব্দুল ওয়াহাব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. কবির আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. তৌহিদুল আলম খান, এসএমই বিজনেস ডিভিশনের প্রধান মো. জাকির হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।