স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে সোনালী ব্যাংকের চুক্তি

0
177

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ ও সোনালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্র হস্তান্তর করেন ব্যাংকের ডিএমডি সুভাষ চন্দ্র দাস ও সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান। দ্বৈত নাগরিকত্ব এবং স্পেন গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন আবেদনের ফি সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আদায়ের লক্ষ্যেই এ চুক্তি করা হয়। চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং সুরক্ষা সেবা বিভাগের পক্ষে যুগ্ম সচিব দিলসাদ বেগম।