বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি : ব্যাংক এশিয়া

0
58

বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়ার মধ্যে একটি অংশ গ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডের (জিটিএফ) আওতায় বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতেই এ চুক্তি করা হয়। এ তহবিলের উদ্দেশ্য দেশের রফতানি ও উৎপাদনমুখী শিল্প খাতে বিনিয়োগ সুবিধা অব্যাহত রাখা। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত চুক্তিপত্রের কপি ব্যাংকের প্রেসিডেন্ট ও এমডি আদিল চৌধুরীর কাছে হস্তান্তর করা হয়।