এসএমই ফাউন্ডেশনের ১৭তম বার্ষিক সাধারণ সভা

0
42

রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি এসএমই ফাউন্ডেশনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পরিচালনা পর্ষদ ও সাধারণ পর্ষদের সদস্যদের কাছে ২০২১-২২ অর্থবছরের বাস্তবায়িত কর্মসূচির ওপর বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেন ফাউন্ডেশনের এমডি ডক্টর. মো. মফিজুর রহমান। ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০২১-২২ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালনা পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২৩-২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।