স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী রেকিট পিএলসিকে হোস্ট-টু-হোস্ট সংযোগ প্রদান করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ অংশীদারত্বের মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ডাটা ট্রান্সফার সেলস কালেকশন সহজতর হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ডের স্ট্রেইট টু ব্যাংক প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়ে রেকিটের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইপিআর) প্লাটফর্ম আরো সহজে পছন্দমতো ফাইল ফরম্যাট, নেটওয়ার্ক প্রটোকল এবং মান অনুযায়ী তথ্য আদান-প্রদান ও জরুরি নোটিফিকেশনস পাবে। গ্রাহকদের ব্যাংকিং চাহিদাগুলো অনলাইনে সহজলভ্য করার মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড এ খাতে তাদের অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, করপোরেট স্বচ্ছতা বৃদ্ধি ও নির্ভুলতা নিশ্চিত করছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব ট্রানজেকশন ব্যাংকিং লুৎফুল আরেফিন খান বলেন, আমাদের ক্লায়েন্টদের নির্দিষ্ট ব্যবসায়িক চাহিদা ও প্রয়োজন বুঝতে এবং সম্ভাব্য সেরা সমাধানটি দিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড সবসময় নিবেদিত। অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল টুলস গ্রহণের মাধ্যমে আমরা ক্লায়েন্টদের আরো উন্নত ও ভবিষ্যৎ উপযোগী করে তুলতে কাজ করছি।
রেকিট বেনকিজার বাংলাদেশের ফাইন্যান্স ডিরেক্টর তন্ময় গুপ্তা বলেন, অটোমেশন রেকিটের অন্যতম প্রধান কৌশল। আমরা সবসময়ই নতুন প্রযুক্তি গ্রহণের জন্য আগ্রহী, যা অপারেশনাল দক্ষতা বৃদ্ধিতে ও ডাটা সুরক্ষা উন্নত করতে সাহায্য করবে। স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে অংশীদারত্বের ফলে হোস্ট টু হোস্ট কানেক্টিভিটি নিঃসন্দেহে আমাদের কালেকশন প্রসেসকে সহজতর করবে।