বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

0
26

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে মো. জসিম উদ্দিন এবং ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে আলহাজ মাহবুবুল আলম ও ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৮তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মো. জসিম উদ্দিন দেশের বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে আলহাজ মাহবুবুল আলম চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এবং ইঞ্জিনিয়ার গোলাম মো. আলমগীর ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান।