সিলেটে সোনালী ব্যাংকের বিভাগীয় সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
40

সোনালী ব্যাংক লিমিটেড, জেনারেল ম্যানেজারস অফিস, সিলেটের উদ্যোগে বিভাগীয় সম্মেলন ও ব্যবসায়িক মতবিনিময় সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে জিএম অফিস সিলেটের আওতাধীন প্রিন্সিপাল অফিস ও করপোরেট শাখার প্রধান এবং শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সম্প্রতি সিলেটের স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেনারেল ম্যানেজারস অফিস, সিলেটের জেনারেল ম্যানেজার মো. জামান মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী।