বিডিবিএলের পরিচালক হলেন তারিকুল ইসলাম

0
35

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য নিয়োগ পেয়েছেন এনজিওবিষয়ক ব্যুরোর সাবেক মহাপরিচালক কেএম তারিকুল ইসলাম। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ জানায়, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী কেএম তারিকুল ইসলামকে ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তিন বছর মেয়াদে নিয়োগ করা হয়েছে। এ লক্ষ্যে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।