মেঘনা ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ আন্তঃব্যাংক ট্রেজারার সম্মেলন অনুষ্ঠিত

0
39

সম্প্রতি কক্সবাজারে মেঘনা ব্যাংক লিমিটেডের উদ্যোগে তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তঃব্যাংক ট্রেজারার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে দেশের ৩৫টি শীর্ষস্থানীয় ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ট্রেজারাররা অংশ নেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং মেঘনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া মেঘনা ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সোহেল আর কে হোসেন উপস্থিত ছিলেন।