এনসিসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

0
46

রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারের চলমান ধারা অব্যাহত রাখার লক্ষ্যে গঠিত ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিলের আওতায় এনসিসি ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আবদুর রউফ তালুকদার এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ মামদুদুর রশীদের কাছে সমঝোতা স্মারকের কপি হস্তান্তর করেন। এ সময় ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের উপস্থিত ছিলেন। এ চুক্তির আওতায় এনসিসি ব্যাংক কর্তৃক রফতানিকারকরা স্থানীয় মুদ্রায় কাঁচামাল ক্রয় বা আমদানির বিপরীতে সর্বোচ্চ ৪ শতাংশ হারে ঋণ নিতে পারবেন।