মিডল্যান্ড ব্যাংকের পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স সার্টিফিকেট অর্জন

0
60

মিডল্যান্ড ব্যাংক লিমিটেড কার্ড ব্যবসার জন্য পিসিআই ডিএসএস (পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড) কমপ্লায়েন্স সার্টিফিকেট অর্জন করেছে। সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকার গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আহসান-উজ জামান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন, মো. জহিরুল ইসলাম, সিএফও; মো. নাজমুল হুদা সরকার, সিটিও; মো. রাশেদ আক্তার, হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন; মোহাম্মদ সাইজউদ্দিন আহমেদ, হেড অব আইসিসিডি; মো. আবেদ-উর-রহমান, হেড অব কার্ডস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সলিউশন পার্টনার, এন্টারপ্রাইজ ইনফোসেক কনসালট্যান্ট সিইও মশিউল ইসলাম, সিওও জাহাঙ্গীর আলম, হেড অব মার্কেটিং ফরিদুল ইসলাম।