সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে সম্প্রতি যোগদান করেছেন মো. মামুনুর রশিদ মোল্লা। এর আগে তিনি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি প্রস্তাবিত একটি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মামুনুর রশিদ মোল্লা তিন দশকের বেশি সময়ে বিভিন্ন ব্যাংকে খ্যাতির সঙ্গে কাজ করেছেন। তিনি প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে ন্যাশনাল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন। এ ছাড়া তিনি বিভিন্ন ব্যাংকে আন্তর্জাতিক বিভাগ ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করেছেন।
মামুনুর রশিদ মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স ডিগ্রি এবং ইউআইটিএস থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সার্টিফিকেটও অর্জন করেন।