মাহিয়া জুনেদ সিটি ব্যাংকের নতুন এএমডি

0
55

সিটি ব্যাংক সম্প্রতি মাহিয়া জুনেদকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর পদে পদোন্নতি দিয়েছে। তিনি একই ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ অপারেশন্স অফিসার এবং চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ক্যামেলকো) হিসেবে কর্মরত ছিলেন। অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মাহিয়া একই দায়িত্ব পালন করে যাওয়ার পাশাপাশি ব্যাংকের নারী কর্মীবিষয়ক কার্যক্রমের প্রধান হিসেবে এবং মানবসম্পদ ব্যবস্থাপনায় ব্যাংক এমডির সঙ্গে সরাসরি কাজ করবেন।
মাহিয়া থাইল্যান্ডের অ্যাজাম্পশন ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেছেন। তিনি ১৯৯৪ সালে সিটি ব্যাংক এন.এ. বাংলাদেশে অপারেশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সালে রেসিডেন্ট ভিপি ও হেড অব অপারেশন্স হিসেবে আমেরিকান ব্যাংক ত্যাগ করেন। তিনি ২০০৭ সালে দি সিটি ব্যাংকে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রধান হিসেবে যোগদান করেন। পরে ২০১৬ সালে তিনি এ ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন। মাহিয়া জুনেদ সিটি ব্যাংকের ৪০ বছরের ইতিহাসে প্রথম মহিলা অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। তিনি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ও সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সিটি হংকং লিমিটেডের পরিচালক।