মোফাজ্জল হোসাইন হজ ফাইন্যান্সের নতুন এমডি

0
91

হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. মোফাজ্জল হোসাইন। নতুন বছরের প্রথম দিন প্রতিষ্ঠানটির এমডি হিসেবে যোগদান করেন তিনি। হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড বাংলাদেশ-মালয়েশিয়ার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান। মোফাজ্জল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। হজ ফাইন্যান্সে যোগ দেওয়ার আগে তিনি যমুনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পরিচালক ছিলেন। ১৯৯০ সালে প্রবেশনারি অফিসার পদে উত্তরা ব্যাংকে তার ব্যাংকিং কর্মজীবন শুরু হয়।