২০২৩ সালের প্রথম ৯ মাস শেষে শক্তিশালী ব্যালেন্স শীট প্রবৃদ্ধির ফলে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৩.১% বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৩-এ ব্যাংকটির অঙ্গপ্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৫৮১.৪ কোটি টাকায়। ২০২২ সালের একই সময়ে এটির পরিমাণ ছিল ৩৭৯.৮ কোটি টাকা।
২০২৩ সালের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংক এককভাবে ৫০৩.৪৭ কোটি টাকা কর-পরবর্তী নিট মুনাফা অর্জন করেছে, যার পরিমাণ গত বছরের একই সময়ে ছিল ৩৯২.৪ কোটি টাকা। ২০২৩ সালের সেপ্টেম্বর শেষে ২০২২ সালের ডিসেম্বরের তুলনায় ব্যাংকটির একক (স্ট্যান্ডঅ্যালোন) ঋণ পোর্টফোলিওতে ১৮.৫ শতাংশ এবং গ্রাহক আমানতে ২০.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
৭ নভেম্বর ২০২৩ ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক ২০২৩ সালের প্রথম ৯ মাসের আার্থিক অর্জন এবং কার্যক্রমগুলো উপস্থাপন করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারকৃত এই অনলাইন ইভেন্টে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিনিয়োগ বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার এবং পুঁজিবাজার বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যাংকের আর্থিক ফলাফল, উল্লেখযোগ্য অর্জন, অগ্রগামী অবস্থান ও ভবিষ্যতের ব্যবসায়িক কৌশল তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।